বাঁশখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বাঁশখালী থানার মূল ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে একদল পুলিশ।
গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীর নাম শেখ সাইফুর রহমান (৪৪)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত ভুরুলিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত আহদুল্লাহ পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ইয়াবাসহ একজন আটক করা হয়েছে। গ্রেফতারকৃত শেখ সাইফুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
কুমারখালীতে ৫০ বছরের পথে খুঁটি দেওয়ায় জনদুর্ভোগ, মারধরের অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর …
