তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ধারী শামীম গ্রেপ্তার


বগুড়া প্রতিনিধি:
অর্থ আত্মসাৎ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ধারী প্রতারক ভুয়া ব্যারিস্টার শামীম রহমানকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) উত্তরা পূর্ব থানাধীন উত্তরা ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বিকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মো. শামীম রহমান বগুড়া জেলা শহরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়া ও মৃত ময়না বেগমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মো. শামীম রহমানের হেফাজত থেকে প্রায় এক ডজন বিভিন্ন মোবাইল ফোন কম্পানির সিমকার্ড, দুটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চারটি এটিএম কার্ডসহ তার নিজ নামীয় বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ১০টি ফাঁকা চেক উদ্ধার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই ও ভুয়া ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে আসছিল মর্মে স্বীকার করেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।
ভিওডি বাংলা/এম
কুমারখালীতে ৫০ বছরের পথে খুঁটি দেওয়ায় জনদুর্ভোগ, মারধরের অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর …
