• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

   ৩ জুলাই ২০২৫, ০৬:৩২ পি.এম.
আ.লীগ নেতা আব্দুল্লাহ আল মোনায়েম

বগুড়া প্রতিনিধি 

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতাকে  গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০২জুলাই) রাতে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, আব্দুল্লাহ আল মোনায়েম। তিনি আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মামলার এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামি। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে বের হন। একপর্যায়ে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় পৌঁছালে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে তার গাড়িবহরে হামলা চালায়।

হামলার সময় একাধিক হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারালো রামদা দিয়ে একটি জিপ এবং দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এ ছাড়া, বিএনপির নেতাকর্মীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, ‘আব্দুল্লাহ আল মোনায়েমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার (০২জুলাই) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।’


ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
৬ মাস পর ছেলের মামলায় কবর থেকে বাবার লাশ উত্তোলন
ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমানের কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন
রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কালুখালী রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প