সারিয়াকান্দিতে পরিবেশ বিরোধী ইউক্যালিপটাস চারা ধ্বংস করলেন ইউএনও


সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে পরিবেশবিরোধী হিসেবে পরিচিত সরকারিভাবে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান। বুধবার (২ জুলাই) সকালে উপজেলার বন বিভাগ সংলগ্ন এলাকা ও পুলিশ লাইনসের পাশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইউএনও’র সঙ্গে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কুদরুত আলী এবং সংশ্লিষ্ট বিভাগের আরও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অভিযানের অংশ হিসেবে উপজেলার ‘বন্ধন নার্সারি’ থেকে রোপণের জন্য প্রস্তুত ১,৫০০টি ইউক্যালিপটাস চারা এবং ‘যমুনা নার্সারি’ থেকে ২,০০০টি চারা বিনষ্ট করা হয়। পরিবেশবিধিবিরোধী এই গাছের চারা বিক্রি ও রোপণ নিষিদ্ধ হওয়ায় সংশ্লিষ্ট নার্সারিগুলোতে অভিযান চালিয়ে চারাগুলো ধ্বংস করা হয়।
ইউএনও শাহরিয়ার রহমান বলেন, “ইউক্যালিপটাস একটি পরিবেশবিধ্বংসী গাছ। এটি অত্যধিক পরিমাণে পানি শোষণ করে এবং মাটির উর্বরতা নষ্ট করে দেয়। ফলে পরিবেশে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এজন্য সরকার এই গাছের চাষ, বিপণন ও রোপণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতে কেউ এই ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযান শেষে সংশ্লিষ্ট নার্সারি মালিকদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের চারা উৎপাদন বা বিক্রি না করার নির্দেশ প্রদান করেন ইউএনও। পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপে স্থানীয়দের মাঝে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ
কুমারখালীতে ৫০ বছরের পথে খুঁটি দেওয়ায় জনদুর্ভোগ, মারধরের অভিযোগ
কুমারখালী (কুষ্টিয়া)প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের রসুলপুর …
