• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

   ৩ জুলাই ২০২৫, ০৭:০৭ পি.এম.
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ | ছবি : সংগৃহিত

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পদব‌ঞ্চিত বিএনপি নেতাকর্মীদের একাংশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে মাটিকাটা মোড় হয়ে থানাহাট বাজার ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য কমিটির যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম।

বক্তারা জানান, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই। বিগত সময় যারা বিএনপির প্রোগ্রাম করেনি। সেই সব লোকদের নি‌য়ে কমিটি গঠন করা হয়েছে। 

অনতিবিলম্বে সদ্যঘোষিত কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠন করতে হবে। আর তা না হলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার সকালে বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল বারি সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদের কোনো বক্তব‌্য পাওয়া যায়‌নি।

ত‌বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘উপজেলা নেতাদের সবার সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়েই এই আহ্বায়ক কমিটি করা হয়েছে। যাদের দলের প্রতি আনুগত্য নেই, তাদের দলে থাকার সুযোগ নেই। বিক্ষোভকারীদের বিষয়ে জেলা কমিটি সিদ্ধান্ত নেবে।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়