• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফ্যাসিস্টদের বিদায় না হলে বিচার বিভাগ স্বাধীন হবে না : সালাহউদ্দিন

   ৩ জুলাই ২০২৫, ০৮:৪৪ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্টদের বিদায় না হলে বিচার বিভাগ স্বাধীন হবে না। তিনি বলেন, ‘আমরা চাই ইন্ডিপেনডেন্স অব জুডিশিয়ারি সম্পূর্ণ সংবিধানসম্মত ও আইনগতভাবে কার্যকর হোক। তবে তার আগে এই ফ্যাসিস্টদের বিচার বিভাগ থেকে বিদায় করতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের নবম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা দেখবেন জেলা পর্যায় থেকে হাইকোর্ট পর্যন্ত যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, যারা ফ্যাসিস্টের দোসর, হেইনাস ক্রাইম করেছে, যাদের বিরুদ্ধে মামলা চলছে— তাদের সবাই ওয়ান-টুতে জামিন পাচ্ছে। এটা কারা করছে? ফ্যাসিবাদের দোসররাই। জনগণ যেন বিচার বিভাগের স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সে জন্য বিচার বিভাগকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

অধস্তন আদালত প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘এখানে যারা ফ্যাসিস্টদের দোসর হয়ে বসে আছে, যারা রাতের বেলা আদালত বসিয়ে আমাদের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অবৈধভাবে সাজা দিয়েছে তাদের রক্ষা করা উচিত হবে না। শুধু ট্রান্সফার বা বিভাগীয় ব্যবস্থা যথেষ্ট নয়, তাদের বিচার করতে হবে।’

তিনি বলেন, ‘তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবেলিটি নির্ধারণ করতে হবে। শুধু চাকরি গেলেই হবে না, বিচারও নিশ্চিত করতে হবে। তাহলেই বাস্তবিক অর্থে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব হবে। না হলে যতই আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, এর সুবিধাভোগী হয়ে থাকবে এই ফ্যাসিস্টরাই। তারা বিচার বিভাগে বহাল থাকলে কঠোর আইনও তারা অপব্যবহার করবে; যেটা ইতোমধ্যেই করছে।’

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে বিএনপি নেতা বলেন, ‘আমরা দেখেছি রাষ্ট্রপতির ক্ষমার এখতিয়ার অতীতেও ব্যাপকভাবে অপব্যবহার হয়েছে। এমনকি ফাঁসির আসামিদেরও বারবার ক্ষমা করা হয়েছে, যা রাষ্ট্রে হত্যাকাণ্ডকে উৎসাহিত করেছে। এ কারণেই আলোচনায় এসেছে যে রাষ্ট্রপতির এমন অবারিত ক্ষমতা থাকা উচিত নয়। তাই আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা কমিয়ে বিধান, নীতিমালা ও বোর্ড গঠনের প্রস্তাব এসেছে। এতে আমরা নীতিগতভাবে একমত হয়েছি।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাফিয়াতন্ত্র শেষ হয়নি : নাহিদ
মাফিয়াতন্ত্র শেষ হয়নি : নাহিদ
জামায়াতকে দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ
জামায়াতকে দাঁড়িপাল্লাসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশ
তারেক রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বৈরাচারের পতন - ডা. রফিক
তারেক রহমানের অবিসংবাদিত নেতৃত্বে স্বৈরাচারের পতন - ডা. রফিক