• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপিকে নিয়ে সারজিস আলমের পোস্ট উদ্দেশ্যমূলক : হাসান রাজীব

   ৪ জুলাই ২০২৫, ০৮:৫১ পি.এম.
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব বলেছেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন যা অনভিপ্রেত উদ্দেশ্যমূলক ও দুঃখজনক। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো অপকর্মের দায় বিএনপির ওপর চাপানোর অপচেষ্টা করলে তা হবে দুঃখজনক।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি একটি উদারপন্থী জনকল্যাণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল।

এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয় যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির নূন্যতম সংশ্লিষ্টতা নেই বিএনপি একটি উদারপন্থী জনকল্যাণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলের ইতিহাস এবং ঐতিহ্য আছে। এমতাবস্থায় বিএনপি স্পষ্টভাবে বলতে চায়. দলের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না। অতীতেও নেয়নি ভবিষ্যতেও নেবে না।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে এই উপজেলায় একটি স্বার্থন্বেসী মহল মাটির নিচ থেকে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে। এতে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে। বাংলাদেশ খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক পাটগ্রাম উপজেলার নয়টি পাথর কোয়ারি দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়ে হওয়ায় দুজন ইজারাদারকে অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমোদন প্রদান করেন।

দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে মহল অবৈধভাবে পাথর উত্তোলনের সাথে জড়িত ছিল তারা ঈর্ষান্বিত হয়ে শুরু থেকেই এই ইজারার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘটনার দিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস ইজাজদার দুজন কোয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করে এবং পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করেন। 

তিনি আরো বলেন, ওই ঘটনা জানার পরে ইজাদাররা থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলতে চাইলে ইজারাদারসহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওসিসহ সঙ্গীয় পুলিশ ফোর্সরা অশোভন আচরণ করেন। এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত ব্যবসায়ীরাসহ পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে প্রায় ১৭ জন ব্যবসায়ীকে গুরুতর আহত করেন। বিষয়টি অবগত হওয়ার পর পাটগ্রাম বিএনপির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার হীন প্রচেষ্টার অংশ হিসেবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে। যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে আমরা মনে করি।


 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ’লীগ আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে : শফিকুর
আ’লীগ আমলের নির্বাচনের স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত করা হবে : শফিকুর
সোমবার সিলেটে যাচ্ছেন ফখরুলসহ শীর্ষ নেতারা
সোমবার সিলেটে যাচ্ছেন ফখরুলসহ শীর্ষ নেতারা
১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি : রুমিন ফারহানা
১০ জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি : রুমিন ফারহানা