• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ায় গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

   ৪ জুলাই ২০২৫, ০৯:৩৪ পি.এম.
গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

কু‌ষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে শিলা খাতুন(২০) নামের এক গৃহবধূকে আগুনে পু‌ড়িয়ে হত্যার অভিযোগ উঠে‌ছে। 

শুক্রবার (০৪ জুলাই) সকাল ১০ টার দিকে নিহতের বাবার বাড়ির লোকজন মরদেহ কবরস্থানে নেওয়ার পথে হত্যার স‌ন্দেহ হলে পু‌লিশ মরদেহটি আট‌কে দেয়। 

নিহত ওই গৃহবধূ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ধুবইল গ্রামের কাঙালী মোড় এলাকার আমিরুল ইসলামের মে‌য়ে।

স্বজনরা বলেন, দুই বছর আগে পা‌রিবা‌রিক ভাবে দৌলতপুর উপ‌জেলার শেরপুর সেনপাড়া গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে আলা‌মিনের সাথে বিয়ে হয় শিলা খাতুনের। তাদের তিন মাস বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। গত (২৯ জুন) শিলার শ্বশুর বা‌ড়ি ফোন করে জানায় সে শরীরে আগুনে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে এনে শিলার বাবার বাড়িতে রেখে যায় আলা‌মি‌ন। রাতে তার শ্বাসকষ্ট উঠলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়। পরে বা‌ড়িতে নিয়ে আসলে ভোর রাতে শিলা সে মারা যায়।

নিহতের আত্মীয় আশরাফুল ইসলাম বলেন, শিলা মারা যাওয়া‌র আগে আমাকে বলেছে শ্বশুর বা‌ড়ির লোকজন তা‌র শরীরে তার‌পিন ঢেলে আগুন ধ‌রিয়ে দিয়ে‌ছিল। তবে সে কারো নাম বলে‌ননি। সকা‌ল ১০টায় স্থানীয় কবরস্থানে শিলার দাফন হওয়ার কথা ছিল। বা‌ড়ি থেকে লাশ কবরস্থানে নেওয়ার প‌থে পৌণে ১০টার দিকে পু‌লিশ মরদেহটি আটকে দেয়। হত্যার অ‌ভিযোগের ব্যাপরে আমাকে জিজ্ঞাসা করলে আমি তাদের বিষয়‌টি জানিয়েছি। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মমিনুল ইসলাম ব‌লেন,গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য রয়েছে। তার কারনে মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে সব বলা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়