কারাগারে আসাদুজ্জামান কামালের ভগ্নিপতি


আদালত প্রতিবেদক
জুলাই আন্দোলনে রাজধানীর গুলশানে ফার্নিচারের দোকান কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভগ্নিপতি লতিফ ভূঁইয়া কামাল ওরফে হামিদ লতিফ ভূঁইয়ার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক এসআই সামিউল ইসলাম এ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিরপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এর আগে লতিফ ভূইয়া কামালকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
লতিফ ভূঁইয়া কামাল কুমিল্লার বরুড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি এ মামলার এজাহারনামীয় ১৩৩ নং আসামি। পারভেজ নিহতের ঘটনায় গত ২৬ মে তার বাবা মো. সবুজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন-আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শাজাহান খান, লে. কর্নেল (অব.) ফারুক খান, কামরুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, প্রাণ গোপাল দত্ত, খসরু চৌধুরী, এ এম নাঈমুর রহমান দুর্জয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সালমা চৌধুরী, সাবেক ডিবি প্রধান হারুনন অর রশীদ, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, অভিনেতা সিদ্দিকুর রহমান।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯ জুলাই বিকেলে ৫০০/৭০০ জন আন্দোলনকারী বাড্ডা থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলন করতে থাকে। তাদের ওপর আক্রমণ করা হয় এবং গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন পারভেজ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভিওডি বাংলা/ এমপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যা বললেন সাবেক সিইসি নূরুল হুদা
আদালত প্রতিবেদক:
প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধান নির্বাচন …

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান, আনিসুল ও দীপু মনিকে
আদালত প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় প্রধানমন্ত্রী …

সাজার রায়ে সন্তুষ্ট নন শেখ হাসিনার আইনজীবী
নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ৬ …
