• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজনৈতিক দলগুলোতে ঐক্য নেই, আদর্শও নেই: বদিউল আলম

   ৫ জুলাই ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে ঐকমত্যে আসতে পারলে শেখ হাসিনার বিতাড়িত হওয়ার পরে যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সেটা বাস্তবে রূপায়ণের সম্ভাবনা দেখা দিত এই মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্য নেই। অনেক রাজনৈতিক দল আদর্শের ধারে-কাছেও নেই। 

শনিবার (৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে 'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' শীর্ষক জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে এসব কথা বলেন তিনি।
 
বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো কতগুলো মৌলিক বিষয়ে একমত হয়ে জাতীয় সনদ প্রণয়ন করে সেটিতে স্বাক্ষর করা হলে তার ভিত্তিতে অদূর ভবিষ্যতে নির্বাচন হয়ে যে সরকার আসবে তাতে স্বৈরাচারের পুনরায় প্রবর্তন ঠেকানো যাবে। এখন সবচেয়ে সম্ভাবনার দ্বার খুলেছে এক সাগর রক্তের বিনিময়ে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন সুজন কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সুজনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলসহ অনেকে।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’
‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’
পূর্ব চীনে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু
পূর্ব চীনে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু
রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক