সিলেটে তারেক রহমানের উপহার পেলেন চা শ্রমিকরা


সিলেট প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সহস্রাধিক চা শিল্প শ্রমিকদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকালে উপজেলার মনিপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও রেইনকোট বিতরণ অনুষ্ঠানে এই উপহার হস্তান্তর করা হয়।
'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম।
এ সময় ব্যারিস্টার এম এ সালাম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করে একটি বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। আগামীতে বিএনপি যদি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে, তবে শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের স্বপ্নের দেশ একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায্যতাভিত্তিক রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের জন্য থাকবে সমান সুযোগ ও মর্যাদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
ভিওডি বাংলা/ এমএইচ