জামানত বাজেয়াপ্ত হবে ভেবেই সংখ্যানুপাতিক নির্বাচন চায়


নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৫ জুলাই) দ্রুত সময়ে নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচনে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত হবে, তারাই আনুপাতিক হারে নির্বাচন চায়। তারা বলছে: ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে’।
পবিত্র আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় শক্তি জোগাবে: প্রধান উপদেষ্টাপবিত্র আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় শক্তি জোগাবে: প্রধান উপদেষ্টা
তিনি আরও বলেন, ছাত্রদের একটি দল বারবার নির্বাচন করবো না, করবো না বলছে। তারা দাবি করছে, মৌলিক সংস্কার না হলে, বর্তমান কমিশন থাকলে নির্বাচন করবে না। কীভাবে তারা নির্বাচন করবে তা বললে তো পরামর্শ দেবো।
সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে যারা নির্বাচন পোছানোর ষড়যন্ত্র করছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন৷ এসময় গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংস্কার চায় বিএনপি, তবে অযথা জনগণের ভোটাধিকার ভুলন্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না।
তিনি আরও বলেন, নির্বাচন আটকানোর শক্তি কারো নেই, ধৈর্য ধরে আছে বিএনপি। প্রধান উপদেষ্টা তার আশ্বাস রক্ষা করবেন বলেই প্রত্যাশা।
এদিকে নতুন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেয়ার ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন সমাবেশে অংশ নেয়া বিএনপির নেতারা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহবানও ছিলো তাদের বক্তব্যে।
ভিওডি বাংলা/ এমএইচপি
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে …

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির …

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …
