বাঁশখালীতে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত


বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং বাঁশখালী উপজেলা শ্রমিক দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেল ৪টায় বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনসারুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের আহ্বায়ক আলহাজ শফিকুল ইসলাম চেয়ারম্যান।
বিশেষ বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার লোকমান আহমেদ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, এম.এস. জাকারিয়া, জালাল উদ্দীন, মোহাম্মদ সরোয়ার, আব্দুল করিম মিন্টু, সপন কুমার শীল।
প্রধান অতিথির বক্তব্যে পাপ্পা বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা শুধু দলের কর্মসূচিই নয়, দেশের মানুষের অধিকার রক্ষার লড়াইকে আরও শক্তিশালী করবো। শ্রমিকরাই দলের মেরুদণ্ড—তাদের ঐক্যই আমাদের শক্তি।
আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সগির, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শাপলা, সাবেক যুগ্ম আহবায়ক নুর ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সদস্য এস এম তৈয়ব, চাম্বল ইউনিয়ন বিএনপির নেতা আবদু রসিদ সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অন্যান্য বক্তারা বলেন, বিএনপির চলমান আন্দোলনকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে হলে শ্রমিক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
বাঁশখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ চেকপোস্টে ইয়াবসহ ৪ মাদক …

কুমারখালীতে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের …

ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ …
