• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১,৪৫৪ জন গ্রেপ্তার

   ৬ জুলাই ২০২৫, ০৪:০৫ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীসহ দেশের প্রতিটি জেলায় এ অভিযান পরিচালিত হয়।

রোববার (৬ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১ হাজার ৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত রয়েছেন ৪৫১ জন।

অভিযানের সময় ৬টি চাইনিজ কুড়াল, ২৫টি ড্যাগার, একটি হাসুয়া, একটি বার্মিজ টিপ-চাকু, দুটি ছোরা এবং ২০টি ২.২ এমএম গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, অপরাধ দমনে সারা দেশে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪