• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদপুরে পুলিশের পিস্তল ও গুলি চুরি, যুবক গ্রেপ্তার

   ৬ জুলাই ২০২৫, ০৪:২২ পি.এম.
চাঁদপুরে পুলিশের পিস্তল ও গুলি চুরি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শকের পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরির ঘটনায় পিরোজপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ জুলাই) ভোর রাতে পিরোজপুর জেলার রাজাপুরের গ্রামের বাড়ি থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ আবু সাঈদ (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক রুবেল হোসেন ও মো. রাকিব ও তাদের সঙ্গে ছিল একদল পুলিশ। 

অস্ত্র চুরি ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম রোববার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে গত ১৬ মে রাজধানী ঢাকায় রুবেল খান (৩৫) ও মো. সুমন (৩০) নামে আরো ২ জনকে শাহআলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরকারি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও ২ ম্যাগাজিন উদ্ধার করা হয়। এদের মধ্যে মো. সুমন ও আবু সাঈদ পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরির সঙ্গে সরাসরি জড়িত ছিল। আর রুবেল খান এসব অস্ত্রের ক্রেতা ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ মে ফরিদগঞ্জ থানা কম্পাউন্ড থেকে ১০০ গজ উত্তরে বাসায় ঢুকে উপপরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়ার সরকারি পিস্তল, গুলি ও ম্যাগাজিন চুরি করে নিয়ে যায় চোর। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করে পুলিশ। তবে উপপরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়া দাবি করছেন, ঘটনার সময় বাসায় ছিলেন না তিনি। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয় তাকে। তবে এই পুলিশ কর্মকর্তার বাসায় পিস্তল ও গুলি রয়েছে। তা কি করে চোর জানল। সেই রহস্য এখনো অজানা। কারণ, যেখানে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, চুরি যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারের ঘটনা পুলিশের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল। আর তা ফরিদগঞ্জ থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করে পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছে। এই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সভাপতি পদের জন্য সিভি জমা দিলেন বিএনপি নেতা
সভাপতি পদের জন্য সিভি জমা দিলেন বিএনপি নেতা
কাকন বাহিনীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
কাকন বাহিনীর আস্তানায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
যশোরের হত্যা মামলার ৫ আসামি আটক
যশোরের হত্যা মামলার ৫ আসামি আটক