কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২জনের জেল


কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে পদ্মা নদীর বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং আরো দুইজনকে এক মাস করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ জু্লাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়েছে প্রশাসন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম, পুলিশ প্রমূখ।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. জিহাদ ও সেলিম রেজাকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরামানা এবং বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০)কে এক মাস করে জেল দেওয়া হয়েছে। তারা শিলাইদহ এলাকার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং অপর দুইজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ
মাদারীপুরের খাল-বিলে নিজ উদ্যোগে মাছের পোনা ছাড়লেন যুবক
গত তিন বছর ধরে বর্ষা মৌসুমে বিভিন্ন খাল-বিলে মাছের পোনা …

সাংবাদিক টুটুলের ন্যায়বিচার ও মুক্তির দাবিতে গোয়ালন্দে মানববন্ধন
রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক ও এনটিভি এবং ইউএনবি'র জেলা প্রতিনিধি আহসান …

বাঁশখালীতে ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ
চট্টগ্রামের বাঁশখালীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন …
