• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

রাজাপুরে লটারির নামে জুয়া, মাইকিং করে চলছে টিকিট বিক্রি

   ৬ জুলাই ২০২৫, ০৭:১১ পি.এম.
মাইকিং করে চলছে টিকিট বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি 

পিরোজপুরের ‘শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’-এর নামে ঝালকাঠির রাজাপুর উপজেলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রি হচ্ছে। হাট-বাজার, স্কুল, কলেজ এমনকি হাসপাতাল সংলগ্ন এলাকাতেও চলছে এই কার্যক্রম। মাইকিং করে প্রচার চালিয়ে বলা হচ্ছে “প্রবেশ টিকিট কিনুন, পুরস্কার জিতুন।” তবে স্থানীয়দের অভিযোগ, এটি মূলত লটারির নামে জুয়ার টিকিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উচ্চস্বরে মাইকিং করে টিকিট বিক্রি করছে একদল লোক। অন্তত ৫০টি স্থানে এসব টিকিট পাওয়া যাচ্ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও শিশুরা সহজেই আকৃষ্ট হচ্ছে, যা সমাজে আর্থিক ও নৈতিক ক্ষয় তৈরি করছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি কোনো মেলার অংশ নয়, একটি জুয়ার ফাঁদ। বিনা অনুমতিতে পিরোজপুরের এই টিকিট রাজাপুরে বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা পকেট খরচের টাকা দিয়ে টিকিট কিনছে, আবার হারিয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্তও হচ্ছে।

রাজাপুরের এক কলেজছাত্র বলেন, “বন্ধুরা বলেছিল ১০ টাকায় টিকিট কিনে বাইসাইকেল জিতেছে কেউ, আমিও কিনে দেখি কিছুই পাইনি। এখন বুঝি জিনিসটা জুয়া।”

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র বলেন, “এই লটারির টিকিট রাজাপুরে বিক্রির কোনো অনুমতি নেই। কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বক্তব্য কাগজে থাকলেও বাস্তবে মাঠপর্যায়ে প্রশাসনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
তারা দ্রুত এই অবৈধ লটারি বিক্রি ও জুয়ামূলক কার্যক্রম বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়