• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনজিওর মতো দেশ চলে না : এম এ আজিজ

   ৭ জুলাই ২০২৫, ০১:১৯ পি.এম.
জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ

নিজস্ব প্রতিবেদক

জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ বলেছেন, অন্তর্বর্তী সরকার এনজিওর মতো করে দেশ চালাচ্ছে। এনজিওর মতো তো দেশ চলে না।

তিনি বলেন, এই সরকার বুঝতেই পারছে না দেশ কিভাবে চালাবে। কোথা থেকে শুরু করবে, কোথায় শেষ করবে। দেশকে এলোমেলো করে ফেলেছে, সব কিছু লেজেগোবরে অবস্থা করে ফেলেছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। আইন করে সংস্কার করলেন, কিন্তু সেটা মানল না। তাই আমি বলছি সংস্কারটা হতে হবে নির্বাচনকেন্দ্রিক।  নির্বাচনের জন্য সে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। 
 
আজিজ বলেন, দেশ চালাতে হলে পেছনে রাজনৈতিক শক্তি থাকতে হয়। যারা উপদেষ্টা হয়েছেন তারা ছাত্রজীবনেও রাজনীতিতে যুক্ত ছিলেন না। একজন রাজনীতিবিদ যেভাবে দেশ চালাতে পারবেন, ড. ইউনূস সাহেব পারবেন না।

তিনি বলেন, নির্বাচনে প্রশাসনের লোক শুধু রিটার্নিং অফিসার হবে, এটা কেন? আপনারা প্রশাসন ক্যাডারের বাইরে আসতে পারেন না কেন। আরো তো ২৫টা ক্যাডার আছে। ডিসি হতে কি আইনস্টাইন হওয়া লাগে এমন প্রশ্ন রাখেন তিনি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই আন্দোলন হাসিনার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল: নাছির
জুলাই আন্দোলন হাসিনার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল: নাছির
এই হানাহানি দেশটাকে কোথায় নিয়ে যাবে: রনি
এই হানাহানি দেশটাকে কোথায় নিয়ে যাবে: রনি
গোপালগঞ্জে হামলা ইস্যুতে যা বললেন সোহেল তাজ
গোপালগঞ্জে হামলা ইস্যুতে যা বললেন সোহেল তাজ