• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, পুলিশের বাধা

   ৭ জুলাই ২০২৫, ০১:৫৮ পি.এম.
যমুনার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিডিআরের এক কারাবন্দি সদস্যের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোনো দিন গুলি চালাননি, অথচ বিনা দোষে আজও তিনি কারাগারে। আমরা ন্যায়বিচার চাই।’ যমুনা অভিমুখে পদযাত্রার বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা কাজ করছি।’

এর আগে সকালে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। বেলা সোয়া ১১টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। পরে মৎস্য ভবন মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। কিন্তু সেখানেও পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার অভিমুখে রওয়ানা হয়ে কাকরাইল মোড়ে বসে তারা বসে পড়েন।
 
দশ মিনিটের মধ্যে যমুনা ছেড়ে না গেলে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় পুলিশ। তারপরও বিক্ষোভকারীরা না সরলে জলকামান নিক্ষেপ করা হয়। এরপর কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ
টিআইবি আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ
বিদেশগামীদের জন্য জরুরি সতর্কবার্তা
বিদেশগামীদের জন্য জরুরি সতর্কবার্তা
শুধু সরকার নয়, সবাইকে শক্ত থাকতে হবে
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ শুধু সরকার নয়, সবাইকে শক্ত থাকতে হবে