সংরক্ষিত নারী আসনের দরকার নেই: পাপিয়া


নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনের বিরোধিতা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘আমি সংরক্ষিত আসনে নারীদের নির্বাচন চাই না।’ তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের সংসদে আসার পক্ষে মত দিয়েছেন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আরপিও (গণপ্রতিনিধিত্ব আইন) পরিবর্তন করে ৩৫০ আসনের মধ্যে দলের অবস্থান অনুযায়ী নারীদের জন্য একটা অংশ নির্ধারণ করে নির্বাচন দেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, ‘তাদের সরাসরি নির্বাচনে নমিনেশন দিয়ে দিন। তারা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসুক। এখানে পিআর-এর দরকার নেই। সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচনের দরকার নেই।
সংরক্ষিত মহিলা আসনেরও দরকার নেই।’ সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে পুরুষদের আইন করা যথার্থ হবে না বলে মনে করেন তিনি। তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে ভোটারদের ৫২ শতাংশই নারী। অধিকাংশ পুরুষ মধ্যপ্রাচ্যে কর্মরত।
বিএনপির সংস্কার প্রস্তাবনায় সংরক্ষিত নারী আসনের বিষয়টি অন্তর্ভুক্ত আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের সংস্কার প্রস্তাবনায় আসছে কি না আমরা এখনো জানি না। বুধবার আমাদের মিটিং আছে। সেখানে আমাদের নারী নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। মিটিংয়ে গেলে আমি জানতে পারব।
ভিওডি বাংলা/ডিআর
ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন
গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা …

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতারা
সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন …

হতাহতদের সহায়তায় নিরলস কাজ করছে ছাত্রদল: নাছির
উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকেই ছাত্রদল কেন্দ্রীয় …
