পাবনায় ৭দিন ব্যাপি বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্ধোধন


পাবনা প্রতিনিধি
"পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্ধোধন হয়েছে।
সোমবার (০৭ জুলাই) সকালে জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের আয়োজন জেলা প্রশাসক কার্যালয়লে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহিদ রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
পরে অতিথিবৃন্দরা ফিতা কেটে বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপন এবং বৃক্ষমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।
বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল,প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সাত দিন ব্যাপী এই মেলা ৩০টি স্টল বসেছে। সকাল ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ উঠেছে।
ভিওডি বাংলা/ এমএইচ
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে বরিশাল শিক্ষাবোর্ডের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ …

তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে …

যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির পাওনা টাকা চাওয়াতে আবু বক্কার (৫৩) নামে …
