• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে স্ত্রীর তালাক পত্র পেয়ে স্বামীর আত্মহত্যা

   ৭ জুলাই ২০২৫, ০৩:৫৯ পি.এম.
তাড়াশে স্ত্রীর তালাক পত্র পেয়ে স্বামীর আত্মহত্যা

চলনবিল প্রতিনিধি 

সিরাজগঞ্জের তাড়াশে প্রিয়তমা স্ত্রীর দেয়া তালাকপত্র পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে শামীম হোসেন নামের  একস্বামী। ঘটনাটি ঘটেছে রোববার (০৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে।গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শামীম হোসেন (৩৪) একই ইউনিয়নের উপর সিলট গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জান্নাতি খাতুন (২৮) কে বিয়ে করে সুখে সংসার করছিলেন।

তাদের দুটি সন্তানও রয়েছে। এরই মধ্যে সাংসারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মত পার্থক্যের তৈরী হয়। এক পর্যায়ে স্ত্রী জান্নাতি খাতুন রাগ করে বাবার বাড়ি চলে যান এবং স্বামীকে তালাক দিয়ে তালাকপত্র পত্র পাঠিয়ে দেন। ঘটনার দিন শামীম হোসেন তালাকপত্র হাতে পেয়ে স্ত্রীর উপর অভিমান করে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ