অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন


ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু সায়েম আকন বলেছেন, সমাজে চলমান অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে সরব থাকার কারণে একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় নেমেছে।
সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আবু সায়েম বলেন, “দীর্ঘদিন ধরে মাদক, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি। এই কারণে কিছু সুবিধাভোগী ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি যখন তাদের অপকর্মের তথ্য তুলে ধরি, তখন থেকেই তারা আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য অপপ্রচার শুরু করেছে। এমনকি বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি দলীয় ভিতরেও বিভ্রান্তি ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে আমি ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা চায় না বিদ্যালয়ের স্বচ্ছতা বজায় থাকুক। আমার পদকে ঘিরেও নানা গুজব ও ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করে এবং রাজনৈতিকভাবে দুর্বল করে রাখার চেষ্টা চলছে। তবে আমি জনগণের পাশে আছি, থাকবো। আমার অবস্থান সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল এবং থাকবে।”
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই অপপ্রচারের নিন্দা জানিয়ে আবু সায়েম আকনের পাশে থাকার ঘোষণা দেন।
ভিওডি বাংলা/ এমএইচ
বাঁশখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ চেকপোস্টে ইয়াবসহ ৪ মাদক …

কুমারখালীতে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলী গ্রামের …

ভুরুঙ্গামারীতে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শেখ …
