তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদ


কয়রা (খুলনা) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ ও দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে খুলনার কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
রোববার (০৬ জুলাই) বিকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।
এ সময় তারা কয়রার ৪ নম্বর মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের শাস্তির দাবি করেন।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, শরিফুল ইসলাম, গোলাম রসুল, আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ। মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবক সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ