• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির ষড়যন্ত্রে আওয়ামী লীগের ছায়া দেখছি: পাপিয়া

   ৮ জুলাই ২০২৫, ১০:৪৪ এ.এম.
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় মিডিয়া-যন্ত্র ও কিছু গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সম্প্রতি এক টক শোতে তিনি বলেন, এনসিপির কর্মকাণ্ডে আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল রয়েছে। নতুন এই দলটির ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে আওয়ামী লীগের ছায়া দেখতে পাচ্ছি।

তিনি বলেন, ছাত্রদলকে ঘিরে ভিত্তিহীন খবর ছড়িয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। এনসিপির সারা দেশে কোনো সংগঠন বা স্থায়ী অফিস না থাকা সত্ত্বেও তারা রাজনৈতিক সুযোগ নিচ্ছে।

পাপিয়া আরও বলেন, দেশের রাজনৈতিক সংস্কার জরুরি—রাষ্ট্রীয় সন্ত্রাস, দলীয় দুর্নীতি ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সদিচ্ছা থাকলে যেকোনো সময়ই এসব পরিবর্তন সম্ভব।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল
ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: ফখরুল
সানজিদা তুলিকে বিএনপি মহাসচিবের অভিনন্দন
‘হিউম্যান রাইটস টিউলিপ’ মনোনয়ন সানজিদা তুলিকে বিএনপি মহাসচিবের অভিনন্দন
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে মির্জা ফখরুল