সিরাজগঞ্জে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আহত ১


চলনবিল প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল পনে ৭ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (৭০) ও তার ছেলে জুয়েল (৩৫)।
স্থানীয়রা জানায়, অটোভ্যান দুজন যাত্রী নিয়ে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বেপরোয়া ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা বাবা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানের চালকও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।
ভিওডি বাংলা/ এমএইচ
নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার
হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে মালিকদের নিকট …

লামায় রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জায় ডেঞ্জার হিল নামক একটি রিসোর্ট থেকে …

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৭
কুষ্টিয়া নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত …
