• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

বাঁশখালীতে আস্করিয়া সড়কের বেহাল দশা

   ৮ জুলাই ২০২৫, ০২:৪০ পি.এম.
আস্করিয়া সড়কের বেহাল দশা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা ৭নং ওয়ার্ডের আস্করিয়া সড়কের বেহাল দশা ঠিকাদারের গাফিলতির  অভিযোগ করেছেন স্থানীয়রা, এতে সামান্য বৃষ্টি হলে যেন দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা আস্করিয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের প্রধান আস্করিয়া সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছিল। এই সড়কটি আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য হওয়া সত্ত্বেও, এর বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়, যা এলাকাবাসীর জন্য অসহনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদামাটি ও মিনি পুকুরে পরিণত হয়। এলাকাবাসীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। সাম্প্রতিক সময়ে এই সড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত অধশতাধিক মানুষ আহত হয়েছে। এলাকাবাসীর দাবি দ্রুত সড়কটি সংস্কার করে এলাকাবাসীর চরম দুর্ভোগ যেন কমে আসে। 

স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, পৌরসভার আস্করিয়া সড়কটি খুব গুরুত্বপূর্ণ সড়ক এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশার কারণে স্থানীয় ব্যবসায়ীরা চরমভাবে কয় ক্ষতি হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের আবেদন জানাই কর্তৃপক্ষের কাছে। 

উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ জানান,, সড়কটির টেন্ডারের পরে ঠিকাদারা সড়কের কাজ শুরু করেছিল। বিভিন্ন অযুহাত তারা কাজটি সাম্প্রতিক বন্ধ রেখেছে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সাথে আলাপ করে সড়কটির কাজ পুনরায় শুরু করব।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়