• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্ষমতায় থাকার ইচ্ছা নেই: উপদেষ্টা সাখাওয়াত

   ৯ জুলাই ২০২৫, ১০:৫১ এ.এম.
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘যদি ক্ষমতায় থাকতে চাইতাম, বহু আগেই থাকতে পারতাম। আমার ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই’—বলেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, যতটুকু সময় পেয়েছেন, শ্রমিক ও সাধারণ মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন।

সম্প্রতি খালেদ মহিউদ্দিনের এক টকশোতে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতায় থাকতে চান—এমন প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি ক্ষমতায় থাকার চিন্তা করি না। শ্রমিকদের ভাগ্য উন্নয়ন এবং মালিকদের দেনা-পাওনা নিশ্চিত করার জন্য যা করার, তা করার চেষ্টা করেছি, যা এর আগে কোনো শ্রমমন্ত্রী করেনি।’

নির্বাচন নিয়ে প্রশ্নে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন— ফেব্রুয়ারিতে হতে পারে। প্রথমে বলেছিলেন—এপ্রিলে। পরে বলেছেন—ফেব্রুয়ারিতে হতে পারে। তার বাইরে বলার কিছু নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি চলে গেছে।’

চট্টগ্রাম বন্দর পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো কোম্পানি বন্দর পরিচালনা করছে না। পরিচালনা করবে চিটাগং পোর্ট অথরিটি। অপারেশন করবে নির্দিষ্ট কোম্পানি, পাঁচটি টার্মিনাল নির্দিষ্ট সময়ের জন্য তাদের দেওয়া হবে।’

তিনি জানান, ‘দুবাই পোর্টের সঙ্গে আগের সরকারের একটি সমঝোতা ছিল। সেটি ভঙ্গ করে সৌদি আরবকে দেওয়া হয়েছিল। পরে দুবাই পোর্টের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। তারা জানায়, ৮৫টি দেশে তাদের পোর্ট অপারেশন রয়েছে। এই নেটওয়ার্ক জাহাজ চলাচল, লজিস্টিকস ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণগ্রেপ্তার নয়, গোপালগঞ্জে শুধু দোষীদেরই ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গণগ্রেপ্তার নয়, গোপালগঞ্জে শুধু দোষীদেরই ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা
চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত হবে: আলী রিয়াজ
চলতি মাসেই জাতীয় সনদ চূড়ান্ত হবে: আলী রিয়াজ