শেখ হাসিনার আর পালানোর পথ নেই: প্রেস সচিব


নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার আর পালানোর কোনো পথ নেই এবং তাকে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে—মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৯ জুলাই) বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রসঙ্গ টেনে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম লেখেন— ‘জুলাইয়ের গণআন্দোলন নিয়ে বিবিসির গভীর অনুসন্ধানে উঠে এসেছে শেখ হাসিনার নির্দেশে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানো হয়েছে। শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’
তিনি আরও বলেন— ‘১৫ বছরেরও বেশি সময় ধরে চলা দমননীতি ও সহিংসতার দায় শেখ হাসিনা এড়াতে পারবেন না। তার নির্দেশে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারাও শাস্তি পাবে।’
বিবিসির অনুসন্ধানে বলা হয়েছে— গত বছরের জুলাই আন্দোলনের সময় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা। ফাঁস হওয়া একটি ফোনালাপে তাকে বলতে শোনা যায়— ‘যেখানেই ওদের পাওয়া যাবে, গুলি করা হবে।’
বিবিসি জানিয়েছে— ২০২৩ সালের ১৮ জুলাই শেখ হাসিনা গণভবন থেকে এই ফোনালাপ করেন। চলতি বছরের মার্চে এটি ফাঁস হয়। বাংলাদেশ পুলিশের সিআইডি অডিও যাচাই করে নিশ্চিত করেছে— রেকর্ডিংয়ে শোনা কণ্ঠস্বর শেখ হাসিনার সঙ্গে মিলে যায়।
ভিওডি বাংলা/ডিআর
কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোনো কর্মসূচিতে না যাওয়ার আহ্বান-যুবদলের সভাপতি
কোন প্রকারের উস্কানিতে বিভ্রান্ত হবেন না। যুবদলের কেন্দ্রীয় নির্দেশনা ব্যতীত …

গোপালগঞ্জের বহু মানুষ আ'লীগ আমলে নিপীড়িত-বঞ্চিত হয়েছেন: মাহফুজ
ভিওডি বাংলা ডেস্ক
সারাদেশে আওয়ামী লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে …

ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, প্রশ্ন আজহারীর
জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানী ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের (ওএইচসিএইচআর) একটি আঞ্চলিক অফিস …
