• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে দেবরের বিরুদ্ধে ভাবীকে ধর্ষণের অভিযোগ

   ৯ জুলাই ২০২৫, ১২:৪৬ পি.এম.

কুষ্টিয়া কুমারখালীতে বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবর নাইম শেখ (১৭) বিরুদ্ধে কুমারখালী থানায় ধর্ষণ আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে  জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

সোমবার  রাতে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্ৰামে এই ঘটনা ঘটে। আটক নাইম শেখ (১৭)  কসবা গ্ৰামের ইদ্রিস শেখের ছেলে। সোমবার রাতে ভুক্তভোগীর শুশুর বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার সকাল ১০ টার সময় আটক নাইম শেখ কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গৃহবধূর পরিবার ও মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও তার বড় ভাই একই বাড়িতে বসবাস করেন। সোমবার রাতে  বড় ভাই বালুর নৌকায় কাজ করতে যান। রাত ১১ টার দিকে ওই গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। এ সময় দেবর ভাবির ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন। 

এরপর গৃহবধূর স্বামী বাড়ি আসলে বিষয়টি অবগত করেন। পরে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হলে স্থানীয়রা আপস-মীমাংসা করার আশ্বাস দেন। এরপর মিথ্যা আশ্বাসকে উপেক্ষা করে ভুক্তভোগী তার বাবার সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে দেবরের বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগী এ ন্যক্কারজনক ঘটনায় দেবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সোলাইমান শেখ  বলেন, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুপুরে মামলা করেন। এরপর নাইম কে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীকে হেফাজতে নেওয়া হয়। বুধবার তাকে জেলা সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই সঙ্গে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল