• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী গুনাগরী সার্ভিসিং সেল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক উন্নয়ন সভা শেরপুরে বিজিবির ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার জুলাই ৩৬ হলের ১৫ ছাত্রী ফুলবাড়ীতে  চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধে  কিশোরী ও অভিভাবক সমাবেশ গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে মেহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

বাঁশখালীতে ব্যতিক্রম ফাউন্ডেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ পি.এম.

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব পাইরাং স্কুলে পাশে জমে থাকা দীর্ঘ দিনের জলাবদ্ধতার কাজে এগিয়ে আসেন স্থানীয় ব্যতিক্রম ফাউন্ডেশনের চার তরুণ।

মঙ্গলবার (৮ জুলাই) সরল ইউনিয়নের পূর্ব পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় নোংরা দুর্গন্ধময় পানিতে চলাচলের দুর্ভোগ কমানোর জন্য উদ্যোগ নেন এলাকার চার যুবক। 

দুইপাশে স্থাপনার কারণে পানি জমে যাওয়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হত। নিজ উদ্যোগে সংস্কারের দায়িত্ব নিলেন পূর্ব পাইরাং এলাকার ছেলে নয়ন দে, অনুপম দে, জুবায়ের বিন ইয়াকুব নবী এবং ব্যতিক্রম ফাউন্ডেশনের সভাপতি ইউনুস আদনান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয় তাই এলাকার ছাত্রছাত্রীও এলাকাবাসীদের চলাচলের চরম ভ্রান্তিক হতে হতো  তাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান স্থানীয়রা। 

ব্যতিক্রম ফাউন্ডেশন এর সভাপতি ইউনুস আদনান জানান, মানুষ যেখানে স্বার্থের জন্য ঘুরে আমরা সেখানে নিঃশর্ত এলাকার জন্য কিছু কাজ করতে চাই। দীর্ঘদিন ধরে এই রাস্তার জনবদ্ধতার কারণে এলাকার মানুষকে চরম ভোগাতে হচ্ছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি এই রাস্তার জলবদ্ধতা নিরসনের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়