ইনক্লুসিভ নির্বাচনের নামে আ’লীগকে স্পেস দিতে ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার


জাতীয় নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, আওয়ামী দুঃশাসন ও ব্যক্তি হাসিনা বিদায় নিলেও আত্মতৃপ্তির সুযোগ নেই। প্রশাসনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের দোসররা বসে আছে।
তিনি বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন প্রক্রিয়ার দিকে যখনই এগিয়ে যেতে চাচ্ছি, তখনই একটি অপশক্তি পদে পদে বাধা দিচ্ছে। আবারও পিছিয়ে যাচ্ছি।
ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দিল্লির আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হচ্ছে। নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। তা এখন দৃশ্যমান।
তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ধুলোয় মিশিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। জাতীয় ঐক্যের ইস্যুতে সবাইকে এক থাকতে হবে।
পরওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমন ইস্যুতে এক থাকতে হবে। বিভেদ তৈরি করা যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক হবে, যুক্তি হবে; কিন্তু বিভেদ নয়।
ভিওডি বাংলা/ এমপি
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না
বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের দায় সরকার এড়াতে পারে না বলে …

দেশকে সুশৃঙ্খল অবস্থানে আনতে একটি কার্যকর নির্বাচন লাগবে
নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে জানিয়ে জামায়াতে ইসলামের আমির …

এনসিপির শত্রু বিএনপি নয় : ইশরাক
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন …
