• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদ্রাসা বোর্ডে দেশসেরা এনএস কামিল মাদ্রাসা

   ১০ জুলাই ২০২৫, ০৫:০১ পি.এম.
এনএস কামিল মাদ্রাসা

ঝালকাঠি প্রতিনিধি

দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দেশসেরা হয়েছে। এ মাদ্রাসা থেকে ৪২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে ২২৭ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম জানান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এ মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ৪২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তিতে মাদ্রাসাটি শতকরা ৫৪ ভাগ এবং পাশের হার ৯৯.৭৭%। দারুন্নাজাত আলিয়া মাদ্রাসার পাশের হার ৯৬% এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার পাশের হার ৯৭%। গড় হিসেবে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ অবস্থানে থেকে দেশসেরা গৌরব অর্জন করেছে বলেও জানান অধ্যক্ষ।

এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১২ জন উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।

এছাড়াও শহরের ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষায় ৩৮ জন অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। কুতুবনগর আলিম মাদ্রাসা থেকে ৩৮ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩৪ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন। উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৪ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৮১ জন, তবে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয় প্লাবিত
দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয় প্লাবিত
কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা নিয়ে যা জানালেন এনসিপি নেতারা
কিশোরগঞ্জে জুলাই পদযাত্রা নিয়ে যা জানালেন এনসিপি নেতারা
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে এনসিপি নেতার বাবাসহ আটক ৬
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে এনসিপি নেতার বাবাসহ আটক ৬