• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসীরা

   ১০ জুলাই ২০২৫, ০৭:২৫ পি.এম.
আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি-সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবার ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেব। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত জানা গেছে, বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি
এবার যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ৩০ বাংলাদেশি
তদন্ত কমিশন গঠন করেছে সরকার
তদন্ত কমিশন গঠন করেছে সরকার
তামাক নিয়ন্ত্রণ আইন  সংশোধন অবশ্যই জরুরি: শারমীন এস মুরশিদ
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি: শারমীন এস মুরশিদ