প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল


বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার যে নির্দেশনা ছিল তা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। নির্দেশনা থাকায় অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন করার বিষয়টি প্রচলিত ছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১৬ বছরের একনায়কতান্ত্রিক শাসনামলে একটি নির্দেশনা জারি করা হয়েছিল, যাতে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধন করতে বলা হয়। এ ধরনের অস্বাভাবিক প্রথা অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রসারিত হয়, যাদের এখনও পর্যন্ত ‘স্যার’ বলে ডাকা হচ্ছে।
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনাটি বাতিল করে। সভায় মন্ত্রিসভা থেকে জারি করা অন্যান্য অতিরঞ্জিত প্রটোকল নির্দেশনাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
প্রটোকল নির্দেশনা ও সম্মানসূচক সম্বোধনগুলো পর্যালোচনা করে উপযুক্ত সংশোধনী প্রস্তাবনা দেওয়ার জন্য এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ড. এম. ফউজুল কাবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান।
ভিওডি বাংলা/ এমপি
মাইলস্টোনে ট্র্যাজেডি : নিহত বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর …

চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বাড়বে ৩০ শতাংশ: নৌ উপদেষ্টা
নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ …

গাজা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে ইরানের ফোনালাপ
গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে …
