• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বান্দরবানে অনুদানের চেক প্রদান

   ১১ জুলাই ২০২৫, ১০:১৮ এ.এম.
অনুদানের চেক প্রদান

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে জেলা প্রশাসক এর বিশেষ অনুদানের তহবিল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশেষ তহবিল থেকে বিতরণকৃত এই অর্থ সঠিকভাবে সকলকে ব্যবহারের জন্য আহবান জানান।

এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন, বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজনসহ সর্বমোট ৫৯ জনকে ৩লক্ষ ৪৭ হাজার টাকার অনুদানের চেক হাতে তুলে দেন জেলা প্রশাসক।

চেক বিতরণকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো.আসিফ রায়হান, সহকারী কমিশনার মো.সরোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাটমোহরে পুকুর থেকে ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
চাটমোহরে পুকুর থেকে ১০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার
কুড়িগ্রামে বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামে বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয় প্লাবিত
দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয় প্লাবিত