• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোজা ছাড়াই জুতা পরলে ত্বকে কী কী ক্ষতি হতে পারে

   ১১ জুলাই ২০২৫, ০৬:২৯ পি.এম.

লাইফস্টাইল ডেস্ক

শীতকালে প্রায় সবাই মোজা পরেন। অনেকে জুতা পরেন, কিন্তু মোজা পরেন না। স্টাইলের জন্য অনেককেই এটি করতে দেখা যায়। মোজা ছাড়া জুতা পরলে কী হবে তা অনেকেই জানেন না। আপনি কী জানেন যে এই অভ্যাস অনেক সমস্যার কারণ হতে পারে? বাড়তে পারে ত্বকে নানা সংক্রমণ।

চলুন জেনে নেওয়া যাক মোজা ছাড়া জুতা পরলে কী কী সমস্যা বা ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, মোজা ছাড়া জুতা পরলে পায়ে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। যা থেকে পায়ের ত্বকে সংক্রমণ হওয়ার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। অনেকক্ষেত্রেই জুতা থেকে পায়ে সংক্রমণ দেখা যায়। র‍্যাশ ও চুলকানির মতো নানা সমস্যা থেকে রেহাই পেতে বিশেষজ্ঞরা মোজা পরতে বলেন।

ফোস্কার ভয় থাকে না

নতুন জুতা পরে ফোস্কা পড়ার ঘটনা নতুন নয়। নতুন জুতা পরে বাইরে বেরোলে মোজা পরে নেওয়াটা জরুরি। তা হলে নতুন জুতা পায়ে দিয়ে দীর্ঘ পথ হাঁটলেও ফোস্কা পরার ভয় নেই। তাই পায়ে মোজা পরলে তা অনেকসময়ই আমাদের পায়ের ত্বককে রক্ষা করে।

পায়ে দুর্গন্ধ

আমাদের পায়ে অনেক ঘামগ্রন্থি থাকে, ফলে প্রতিদিন পা ঘেমে যায়। মোজা এই ঘাম শোষণ করে এবং পায়ের ত্বক শুষ্ক রাখতে সাহায্য করে। মোজা ছাড়া জুতা পরলে ঘাম জমে জুতার ভেতরের পরিবেশ আর্দ্র হয়, যা ব্যাকটেরিয়া ও ছত্রাক বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে পায়ে দুর্গন্ধ হয়।

ছত্রাক সংক্রমণের ঝুঁকি

আর্দ্রতা ও উষ্ণতা ছত্রাকের জন্য আদর্শ পরিবেশ। মোজা ছাড়া জুতা পরলে ‘অ্যাথলেটস ফুট’ বা ‘ফাঙ্গাল ইনফেকশন’-এর মতো সমস্যার আশঙ্কা বেড়ে যায়। এসব সংক্রমণে পা চুলকাতে পারে, ত্বক খসখসে ও ফেটে যেতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য এই সমস্যা আরও মারাত্মক হতে পারে। কারণ, তাদের পায়ে ক্ষত হলে তা সহজে শুকায় না এবং সংক্রমণের ঝুঁকি বহু গুণ বেড়ে যায়।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের কি ক্ষতি হয়?
প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের কি ক্ষতি হয়?
যে ৫টি খাবার নীরবে আপনার শিশুর ক্ষতি করছে
যে ৫টি খাবার নীরবে আপনার শিশুর ক্ষতি করছে
জেনে নিন মাছের পাকোড়া তৈরির রেসিপি
জেনে নিন মাছের পাকোড়া তৈরির রেসিপি