এনসিপির প্রতি ইশরাকের চ্যালেঞ্জ


বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করেছে, যা বিএনপি ১৭ বছরে পারেনি তা তারা ৮ মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কি না দেখেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি একটি ঐতিহাসিক দল। আমাদের দল কারো কাছে মাথা নত করে না। আমাদের একমাত্র দায়বদ্ধতা দেশের সাধারণ মানুষের কাছে। আগামী নির্বাচনে দেশের মানুষ ধানের শীষ প্রতীকে আস্থা রাখবে। আজকের রাজনৈতিক সংকট, অর্থনৈতিক ভঙ্গুরতা, বৈদেশিক নীতির দুর্বলতা ও মানসিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতেই হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ধৈর্য ধরছি। প্রতিশোধমূলক আচরণ করিনি। তবে, যদি আমাদের নেতা নির্দেশ দেন, তাহলে আমরা ১০ মিনিটেই সচিবালয় ঘেরাও করে সরকারের পতন ঘটাতে পারি। তবে আমরা চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ও জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে চাই।’
ইশরাক বলেন, এনসিপির প্রতীক নিয়ে সিদ্ধান্ত দিলেন নির্বাচন কমিশন। কিন্তু তারা (এনসিপি) বললেন- শাপলা না হলে ধানের শীষ নাকি থাকবে না। আরে, বিএনপি যখন দেশের সেরা একটি দল তখন আপনাদের অনেকের তখন জন্ম হয়নি। আপনারা প্রতিটি বিষয়ে বিএনপিকে কেন টানছেন। আপনারা কী মনে করছেন বিএনপির সমান দল হয়ে গেছেন।
দলের নতুন সদস্য সংগ্রহ নিয়ে তিনি বলেন, দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে নয়, বরং সব সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ ও অস্ত্রধারীদেরও বাদ দিতে হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা: ইসলামী আন্দোলন
গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের ঘটনায় ফ্যাসিবাদের পুনরুত্থানের শঙ্কা …

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতারা
সচিবালয়ের সামনে ‘শেখ হাসিনা আসবে’ বলে স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন …

হতাহতদের সহায়তায় নিরলস কাজ করছে ছাত্রদল: নাছির
উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকেই ছাত্রদল কেন্দ্রীয় …
