বন্যা দুর্গত এলাকায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা ত্রাণ উপদেষ্টার


ফেনী প্রতিনিধি
ফেনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের কাজ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি বলেন, এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ও সম্পদ নিশ্চিত করতে হবে।
শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান বাঁধ বন্যা মোকাবিলায় সক্ষম নয়। এজন্য শক্তিশালী ও টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। এটি একটি বড় প্রকল্প, তাই সবকিছুই সর্বোচ্চ মানের হতে হবে। বারবার এমন প্রকল্প হাতে নেওয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণসহায়তা ঠিকমতো পাচ্ছেন কিনা এবং স্থানীয় প্রশাসনের কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা, তা দেখতেই তার এই সফর। এ সময় ক্ষতিগ্রস্তরা তার কাছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১২২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্রুত ও টেকসইভাবে নির্মাণের দাবি জানান।
এর আগে উপদেষ্টা ফুলগাজীর মুন্সিরহাটে আজমিরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র এবং দক্ষিণ শ্রীপুর পূর্বপাড়ায় মুহুরী নদীর ভাঙনস্থল পরিদর্শন করেন। গত শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায়ও তিনি অংশ নেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ডিআর
বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের খোঁজ নিতে হাসপাতালে নৌ উপদেষ্টা
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. …

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’
‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে এই …

পূর্ব চীনে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু
পূর্ব চীনের শানডং প্রদেশে মঙ্গলবার আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু হয়েছে …
