ভাঙ্গুড়ায় সম্পত্তির বিরোধ নিয়ে সৃষ্ট হামলায় নারীসহ আহত ১০


পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত দিলপাশার ইউপির দিলপাশার গ্রামে শুক্রবার বিকালে বসত বাড়ির সম্পত্তি নিয়ে সৃষ্টবিরোধে অন্তঃসত্তা নারীসহ উভয় পক্ষের দশ জন করে আহত হয়।
ভূক্তভোগী দিপু বর্মণ পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিলপাশার ইউপির দিলপাশার গ্রামের মৃত যতীন্দ্রনাথ বর্মণের ছেলে দিপু বর্মনের সংঙ্গে একই গ্রামের প্রতিবেশী মৃত মাহতাব উদ্দিনের ছেলে তফিজ উদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত বাড়ির সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন শুক্রবার বিকালে উভয় পক্ষের মধ্যে সম্পত্তি দাবিদার নিয়ে জানা কথা–কাটাকাটি হয়।এক পর্যায়ে লাঠি-সোঁটানিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ১০ জন নারী-পুরুষ আহত হয়। গুরুতর আহত ৫জন ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় দিপু বর্মণের ছেলে সনৎ বর্মণের অন্তঃসত্তা স্ত্রী স্বর্ণা বর্মণ(২৫),অপর ছেলে সুজন বর্মণের স্ত্রী বিথি বর্মণ(২২) এবং দু'পুত্র সনদ(৩০)ও সুজন বর্মণ(২৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
পরিবার প্রধান দিপু বর্মণ জানান, তাদের প্রায় দু'যুগ পূর্বে ক্রয় কৃত এ্যাজমালি সম্পত্তি খাজনা-খরিচ করে পরিবার-পরিজন মিলে বাসবাস করে আসছি।সম্পত্তির কিছু অংশ উপজেলার সাবেক মাগুড়া গ্রাম এবং বর্তমান দিলপাশার গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে তফিজ উদ্দিন, স্ত্রী মুক্তি খাতুনের নামে ক্রয় করে।
ঘটনার দিন শুক্রবার বিকালে তফিজ উদ্দিন,তার স্ত্রী মুক্তি খাতুন,দুইছেলে আমিরুল ও তহিদুল ইসলাম গং লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্রনিয়ে তাদের এ্যাজমালি বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে সদস্যদের মারপিটে জঘম করে।দিপু গং দাবি করেন, তফিজ গং বসতভিটায় নির্মিত ঘরদরজা, আসবাবপত্র সহ অন্যান্য মালামাল ভাংচুর ও বিনষ্ট করেছে।এ ব্যাপারে দিপু বর্মণের ছেলে সনদ বর্মণ বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরী করে(জিডি নং-২৯০)। ঘটনার পর থেকে দিপু বর্মণের পরিবারটি নিরাপত্তাহিনতায় বাড়ি ছেড়ে পরিবার পরিজন অন্যত্রে আশ্রায় নিয়েছে।
ভাঙ্গুড়া থানায় দায়ের কৃত সাধারণ মালমার তদন্ত কর্মকর্তা উপ-সহকারি পরিদর্শক মোঃ জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তদন্ত করে উর্ধতন কর্তপক্ষকে আইনী সহায়তায় প্রতিবেদন জমা দেওয়া হবে।
অপর দিকে, তফিজ উদ্দিন গং জানান, গত ১৮ফেব্রুয়ারী-২০২৫সালে দিলপাশার গ্রামের মৃত হৃদয় বর্মণের স্ত্রী শ্রী মতি বন্দনা বর্মণের নিকট থেকে বিক্রয় কবলা(দলিল নং ২৯৯)দলিল মূলে জমিক্রয় করেন। প্রতিপক্ষ দিপু বর্মণ ওই ক্রয়কৃত সম্পত্তি অবৈধ ভাবে দখল করে আসছে।ঘটনার দিন বিকালে তিনি ও তার পরিবারের সদস্যরা ওই বাড়ির জায়গা পরিষ্কার করতে গেলে প্রতিপক্ষ দিপু বর্মন গংদের লাঠি-সোঁটার মারপিটে তফিজ উদ্দিন(৫৩),স্ত্রী মুক্তি খাতুন(৪৭),ছেলে আমিরুল ইসলাম(২৩),ছেলেবউ বিথি খাতুন(২৫)সহ চারজন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আর এম ও) আল-আমিন হোসেন জানান,শুক্রবার বিকালে আহত নারী-পুরুষ মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।এখন তারা শঙ্কামুক্ত রয়েছে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,সৃষ্ট ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
বেনাপোল ইমিগ্রেশনে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরকসহ সাত মামলার পলাতক আসামি …

মাদারীপুরের সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাব্যকে পাওয়া গেল ঢামেকে
মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা কাজী বাড়ির সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী …

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কুমারখালী বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া কুমারখালীতে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক …
