• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক

   ১২ জুলাই ২০২৫, ১২:৫৬ পি.এম.
সংবাদ সম্মেলনে কথা বলছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, অপরাধী কোন দলের বা কোন পর্যায়ের নেতা, তা র‍্যাবের বিবেচ্য বিষয় নয়। তাদের কাছে অপরাধীর একটিই পরিচয়-সে অপরাধী। অপরাধী যে দলেরই হোক, কোনো ছাড় নেই।

শনিবার (১২ জুলাই) কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুরান ঢাকার সাম্প্রতিক ঘটনা ও র‍্যাবের চলমান অভিযান নিয়ে আলোচনায় তিনি বলেন, মিটফোর্ড এলাকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ছায়া তদন্ত চলছে, তবে বিস্তারিত প্রকাশের সময় এখনও আসেনি। তিনি জানান, স্থানীয় চাঁদাবাজি বা ব্যবসায়িক বিরোধ এ হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে।

র‍্যাব প্রধান বলেন, আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই। আমরা কঠোর ব্যবস্থা নেব। তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানোর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। আসন্ন নির্বাচনেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র‍্যাব কাজ করছে।

গণপিটুনির ঘটনায় তিনি কঠোর অবস্থান নিয়ে বলেন, আইন হাতে তুলে নেওয়া কখনই গ্রহণযোগ্য নয়। মব কিলিংয়ের সংস্কৃতি বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এছাড়া, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার মিথ্যা হুমকি দেওয়ায় তিনজনকে গ্রেফতারের কথা জানান র‍্যাব প্রধান। তিনি বলেন, এ ধরনের গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা র‍্যাব কখনই সহ্য করবে না।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪