• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

   ১২ জুলাই ২০২৫, ০১:০৮ পি.এম.
সুনামগঞ্জ ভারতীয় সীমন্ত এলাকা। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারা বাজারের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শফিকুল ইসলাম বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, নিহত শফিকুলের বুকে গুলি লেগেছিল। রাতে সীমান্ত দিয়ে অবৈধপথে গরু আনতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রৌমারীতে গ্রামের ভাঙা রাস্তা মেরামতে সামাদের মানবিক উদ্যোগ
রৌমারীতে গ্রামের ভাঙা রাস্তা মেরামতে সামাদের মানবিক উদ্যোগ
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫
বাঁশখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাঁশখালীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার