• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যবসায়ী হত্যার জেরে ছাত্রদলে পদত্যাগের হিড়িক

   ১২ জুলাই ২০২৫, ০১:৩৫ পি.এম.
ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে পাথর মেরে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি গত ৯ জুলাই ঘটলেও শুক্রবার (১১ জুলাই) ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ, নাগরিক সমাজ, এমনকি বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও এ ঘটনার তীব্র সমালোচনা শুরু হয়।

নৃশংস এ ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচার দাবিতে দেশজুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পদত্যাগ করছেন। সংগঠনের প্রতি ক্ষোভ ও হতাশা থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৮ জন নেতাকর্মীর পদত্যাগ করার ঘটনা সামনে এসেছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (১১ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দিয়ে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইউএসটি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুকে পোস্টে তিনি জানান, ‘ব্যক্তিগত কারণে’ তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সরাসরি এবং পরোক্ষভাবে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে দীর্ঘ ১০ বছরের উর্ধ্বে এই দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।’

তরুণ এ নেতা বলেন, ‘যেদিন প্রকৃত স্বচ্ছ বাংলাদেশ বিনির্মানের ডাক আসবে, সেদিন আপনাদের কাধে কাধ মিলিয়ে আমিও থাকবো মিছিলের অগ্রভাগে, প্রথম বুলেটের শিকারী হতে। তবুও এদেশের বুকে শান্তি ফিরে আসুক। এদেশের মাটির উর্ধ্বে আমার কাছে কিছুই মূল্যবান না। বাংলাদেশ জিন্দাবাদ।’

এ সময়ে একই ফেসবুক পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত, ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সায়ীদ, সিলেটের চুনারুঘাট ছাত্রদল ৯নং রানীগাঁও শাখার পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি আরিফুল ইসলাম ইমরুল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মোশাররফ হোসেন