• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিডফোর্ডে প্রকাশ্যে হত্যাঃ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:    ১২ জুলাই ২০২৫, ০৫:০২ পি.এম.
ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল)-এ এক যুবক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 
 
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
 
বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী হল’-এর সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় হলের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় পুরো ক্যাম্পাস “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?”, “সন্ত্রাসীদের আশ্রয়দাতারা হুঁশিয়ার”, “চাঁদাবাজদের আস্তানা ভেঙে দাও”, “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”—ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল ক্ষোভ আর বিচারহীনতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।
 
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাজু শেখ বলেন, “দেশে বারবার সন্ত্রাস ও চাঁদাবাজি রাজনৈতিক ছত্রছায়ায় চলছে। বিএনপির মাধ্যমে বাংলাদেশ প্রস্তর যুগে ফিরে গেছে। দল থেকে বহিষ্কারের নামে যে নাটক চলছে, আমরা এই প্রহসনের বিচার চাই।” তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইন্টেরিম সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে শিক্ষার্থীরা রাজপথে বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। আমরা এক ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি, আরেকজনকে বিদায় করতে কার্পণ্য করব না।”
 
সমাবেশে উপস্থিত অন্য বক্তারাও দ্রুত এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তারা বলেন, যদি দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না করা হয়, তবে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
 
এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থীই এই নৃশংস ঘটনার জন্য জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন।
 
ভিওডি বাংলা/সিয়ামুল ইসলাম ইমন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের
প্রশাসনকে শাড়ি চুড়ি উপহার বেরোবি শিক্ষার্থীদের
২৯ জুলাই ডাকসুর তফসিল, নির্বাচন সেপ্টেম্বরে
২৯ জুলাই ডাকসুর তফসিল, নির্বাচন সেপ্টেম্বরে
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন