• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনায় সাইফুল হক

রাজনৈতিক ভিন্নতার মধ্যেও ঐক্য ধরে রাখতে হবে

   ১২ জুলাই ২০২৫, ০৫:০৪ পি.এম.
কমরেড সাইফুল হক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচনের মধ্য দিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কোনওভাবেই  বিনষ্ট হতে দেওয়া যাবে না। হাজারো শহীদের রক্তভেজা পথে  গণতান্ত্রিক উত্তরণের এরকম সময় বারে বারে আসবে না উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নতার মধ্যেও রাজনৈতিক দল ও জনগণের ন্যুনতম ঐক্য ধরে রাখতে হবে।

শনিবার (১২ জুন) গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে ‘ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তী- বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অতীতের মত এবারকার ছাত্র শ্রমিক জনতার  গণ - অভ্যুত্থানে পরিবর্তনের স্বপ্নকে কারো স্বার্থে জলাঞ্জলি দেয়া যাবেনা।তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে অনেকেই  'গানিমাতের মাল' হিসাবে বিবেচনা করে যা খুশি তাই করছেন।বিশ্বজিৎ আর আবরার ফাহাদের হত্যার সাথে ভাংগারী ব্যবসায়ী সোহাগের হত্যার পার্থক্য কোথায়!  ১৫ বছরের আওয়ামী জাহেলিয়াতর সাথে মানুষ কেন এই সরকারের ১১ মাসের শাসনকে মেলানো চেষ্টা করবে! এটা আমাদের রাজনৈতিক পরাজয়।তিনি বলেন, সরকারের অকার্যকারীতায় মব সন্ত্রাস বাড়ছে।সামাজিক নৈরাজ্যের সুযোগে রাজনৈতিক লুম্পেন ও মাফিয়া সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে।কোন দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে এদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন , নির্বাচন বিলম্বিত হলে একদিকে এই নৈরাজ্য আরও বাড়বে আর অন্যদিকে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পাবে। 

বারিস্টার রুমিন ফারহানা সরকারের পক্ষপাতমূলক ভূমিকা সমালোচনা করেন এবং বলেন, চেয়ারের মজা নিতে গেলে দায়িত্বশীল আচরণও করতে হবে।

গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহবায়ক শেখ আবদুন নূর এর সভাপতিত্বে এই আলোচনা সভায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন  এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বাসদের সহ সাধারণ সম্পাদক  রাজেকুজ্জামান রতন, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ  উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মজিদ আতাহারী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বাসদ (মার্কসবাদী) এর সমন্বয়কারী মাসুদ রানা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, আহত জুলাই যোদ্ধা এডভোকেট ফায়েজুর রহমান মনির প্রমুখ ।

আলোচনা সভার শুরুতেই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি  প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

ভিওডি বাংলা/ডিআর 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে সংঘর্ষ: সরাসরি নির্দেশদাতা হাসিনা-সাদ্দাম
গোপালগঞ্জে সংঘর্ষ: সরাসরি নির্দেশদাতা হাসিনা-সাদ্দাম
কোন ষড়যন্ত্রে আমাদেরকে পা দেয়া যাবে না: দুদু
কোন ষড়যন্ত্রে আমাদেরকে পা দেয়া যাবে না: দুদু
সরকারের সাথে গোপন অন্য শক্তি কাজ করছে : নায়েবে আমীর
সরকারের সাথে গোপন অন্য শক্তি কাজ করছে : নায়েবে আমীর