• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত

   ১২ জুলাই ২০২৫, ০৫:৩৯ পি.এম.
সোহাগ হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি 

ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ সড়কে ভাঙারি ব্যবসায়ী, বরগুনার সন্তান লাল চাঁদ ওরফে সোহাগ পাশবিক নির্যাতনে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরগুনা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে শুধু হত্যা করেই সন্ত্রাসীরা থেমে থাকেনি। সোহাগের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাশের ওপর চলতে থাকে চরম নৃশংসতা। এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পাশবিক নির্যাতনের দৃশ্য বিশ্বের কাছে বাংলাদেশকে চরম হেয়প্রতিপন্ন করেছে। 

বক্তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসীদের নির্দিষ্ট কোন দল নেই। এরা সবসময়ই ক্ষমতাসীনদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। দলীয় পদ পদবী দিয়ে পৃষ্ঠপোষকতা দেয়া হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে ভাইরাল হলে বহিষ্কার করা হয়। কিছু দিন গেলেই কারো না কারো হাত ধরে পুনর্বহাল হয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এমন নজির এদেশে দেখা যায়নি।

নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, চাঁদা আনতে পারলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। লাল চাঁদ ওরফে সোহাগ পাশবিক নির্যাতনে হত্যার ঘটনার ন্যায় বিচার নিশ্চিত না হলে এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিচার করতে বাধ্য হবে। সারাদেশের মুষ্টিমেয় সন্ত্রাসীকে দলে ঠাঁই দিয়ে দলকে জনগণের কাছে গ্রহণযোগ্য না হারানোর অনুরোধ জানান। 

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম, জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা, সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে কূষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কুড়িগ্রামে কূষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নেত্রকোণায় শহীদ জিয়া স্মৃতি সংসদের  বিক্ষোভ কর্মসূচি
নেত্রকোণায় শহীদ জিয়া স্মৃতি সংসদের বিক্ষোভ কর্মসূচি