কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড ২


কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে পদ্মা নদীর বালু উত্তোলন করার অপরাধে দুই যুবকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মহেন্দ্রপুর চর এলাকায় পদ্মানদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মহেন্দ্রপুর গ্ৰামের আরিফুল ইসলাম (২০) ও আলিম শেখ (২১) কে এই কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর এলাকায় পদ্মানদীতে "মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০" এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালু কাটার দায়ে ১ জনকে ৩০ দিনের এবং অপর ০১ জন আসামিকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।পরোয়ানামূলে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযান চলমান থাকবে।
ভিওডি বাংলা/ এমএইচ
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে বরিশাল শিক্ষাবোর্ডের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ …

তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল
সিরাজগঞ্জের তাড়াশে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে …

যশোরে মুরগি বিক্রির বাকি টাকা চাওয়াতে পিটিয়ে হত্যা
যশোরে মুরগি বিক্রির পাওনা টাকা চাওয়াতে আবু বক্কার (৫৩) নামে …
