• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবান-পানি নেই, স্বাস্থ্য সংকটে গাজার শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুলাই ২০২৫, ০৯:৪৭ পি.এম.
স্বাস্থ্য সংকটে গাজার শিশুরা

গাজায় চলছে এক নিঃশব্দ বিপর্যয়। শিশুদের গায়ে ময়লা, শরীরে ঘাম, কিন্তু নেই একফোঁটা পরিষ্কার পানি। নেই এক টুকরো পরিষ্কার কাপড় বা সাবান। অবরুদ্ধ উপত্যকার আশ্রয়কেন্দ্রগুলোতে গ্রীষ্মের দাবদাহে তৈরি হয়েছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। 

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, ‘সাবান নেই, বিশুদ্ধ পানি নেই। গাজায় চলমান অবরোধের কারণে শিশুদের সঠিকভাবে গোসল করানো যাচ্ছে না।’ 

এই পরিস্থিতি অব্যাহত থাকলে সেখানে এক ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। গাজা উপত্যকায় বসবাসরত প্রায় ২০ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনআরডাব্লিউএ। 

সংস্থাটি আরও বলেছে, অবরোধ অবশ্যই তুলে নিতে হবে এবং গাজায় মানবিক সহায়তা, বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত জিনিসপত্র সরবরাহের সুযোগ নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ
ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের বালিকেসির প্রদেশ
গাজায় তুর্কি বাহিনীর উপস্থিতির বিরোধিতায় ইসরায়েল
গাজায় তুর্কি বাহিনীর উপস্থিতির বিরোধিতায় ইসরায়েল
শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে
শতাব্দীর ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে