• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসিনা পারেনি, আপনারাও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন না: রিজভী

   ১৩ জুলাই ২০২৫, ১০:৫৮ এ.এম.
সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সদস্য রুহুল কবির রিজভী।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

রিজভী বলেন, আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস। এই পথ যদি সাকসেস হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত।

তিনি বলেন, বিএনপিকে দমন করা যায়নি। শত শত মামলা বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের জমানো যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবে না।

এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (১২ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা এ বিস্ফোরণ ঘটায়। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ভয়ে আশপাশে ছোটাছুটি শুরু করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবির-ছাত্রদলের সংঘর্ষ
শিবির-ছাত্রদলের সংঘর্ষ
হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান খালেদা জিয়া ও তারেক রহমানের
হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান খালেদা জিয়া ও তারেক রহমানের
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রিজভী
উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে গেলেন রিজভী