নিহত সোহাগের স্ত্রীর গুরুতর অভিযোগ


নিজস্ব প্রতিবেদক
মিটফের্ডের নৃশংশ হত্যাকাণ্ডের শিকার সোহাগের স্ত্রী লাকী বেগম তার স্বামীর মামলা, এজহার ও পুলিশের বিষয়ে গুরুতর অভিযোগ এনেছেন।
লাকী বেগমের অভিযোগ, তার স্বামীকে এভাবে নৃশংসভাবে হত্যা করার পরও থানায় মামলা দিতে গেলে পুলিশ বারবার থানায় ডেকে নিয়ে এজাহারের পরিবর্তন করেছে। এমনকি সোহাগের মরদেহের ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে অদৃশ্য কারণে অনেক সময় পরে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
লাকী বেগম বলেন, একটুও কাপড় ছিল না তার (সোহাগের) শরীরে, ওরা কি মানুষ! এমনভাবে মানুষকে মানুষ মারতে পারে। যারা আমার স্বামীকে এত কষ্ট দিয়ে হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভবিষ্যতে যেন এমন করে কাউকে হত্যা করার আগে অন্তত দশবার ভাবে। একটা মানুষকে মেরে ফেললে একটা পরিবার শেষ হয়ে যায়। সন্তানরা বাবা ছাড়া হয়ে যায়, স্ত্রী স্বামী ছাড়া হয়ে যায়।
তিনি বলেন, আমার ছেলে-মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? আমাদের জন্য কিছু রেখে যেতে পারেনি। কীভাবে আমি সন্তানদের ভবিষ্যৎ গড়ব? আমি কি ক্ষতি করেছি তাদের? তারা আমার স্বামীকে মেরে ফেলল! আমার সন্তান দুটি নিয়ে কোথায় যাব?
এ সময় তিনি দেশের মানুষের কাছে তার স্বামীকে নৃশংসভাবে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সরেজমিনে দেখা যায়, নিহত সোহাগের দুই ছেলে-মেয়ে নির্বাক দৃষ্টিতে বাবার কবরের পাশে কখনো দাঁড়িয়ে, আবার কখনোবা বসে সময় পার করছে।
ভিওডি বাংলা/ডিআর
বিএমডির ইআইবিএ প্রকল্প : সেচের চাহিদা মেটাবে ‘পদ্মার পানি’
মোঃ রমজান আলী রাজশাহী ব্যুরো
গ্রীষ্মকালে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে পানির …

নড়াগাতী থানা বিএনপির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইলের নড়াগাতী থানা শাখার …

ঝালকাঠিতে ওজার ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রীর!
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম গোহালকাঠী গ্রামে …
